ফিন্যান্স বা অর্থায়ন
ফিন্যান্স প্রথম পত্রের প্রতিটি টপিকের উপরে বিস্তারিত ক্লাস দেয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন অধ্যায়ের ম্যাথের উদাহরণ এবং বোর্ডের প্রশ্নের সমাধান দেয়া হয়েছে। তুমি নিয়মিত কলেজের ক্লাসের মতো করেই খাতা, কলম ও ক্যালকুলেটর নিয়ে ভিডিও ক্লাস করবে। তোমার বইয়ের মতো করেই প্রতিটি টপিক ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। ক্লাসের ক্রম নাম্বার এবং টপিক দেয়া হয়েছে তোমাদের সুবিধার্থে। এই সম্পূর্ণ কোর্সের জন্য আলাদা একটি খাতা রাখার পরামর্শ দেয়া হল।
কোন টপিক বুঝতে অসুবিধা হলে ভিডিও ক্লাস টি পুনঃরায় দেখবে। একটি ভিডিও ক্লাস তোমার ইচ্ছামতো যতবার প্রয়োজন দেখার সুযোগ থাকছে।
অতিরিক্ত প্রাক্টিস ও বহুনির্বাচনী প্রশ্নের জন্য তোমার বই সহায়ক ভুমিকা পালন করবে।
ভবিষ্যতে প্রতিটি টপিকের উপরে আরও বোর্ডের ম্যাথ ও প্রশ্নের সমাধান নিয়মিতভাবেই আপ্লোড করা হবে।
তোমাদের জন্য শুভকামনা রইলো।