আজকের ১,০০০ টাকা নোটের ২০০৮ সালে মূল্য ছিল ৩৪৪ টাকা প্রায়

এক হাজার টাকা মূল্যমান এর নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে।

বাংলাদেশে ২০০৯ থেকে ২০২4 সাল পর্যন্ত ষোল বছরের বার্ষিক গড় মুদ্রাস্ফীতি বা Consumer Price Index ছিল প্রায় ৬.৯০%।

সে হিসেবে ২০০৮ সালের ১,০০০ টাকার ২০২৫ এর শুরুতে আনুমানিক মূল্য (ক্রয়ক্ষমতা) ২,৯০৮ টাকা।

অন্যভাবে বললে আজকের (২০২৫ সালের ফেব্রুয়ারি) ১,০০০ টাকা নোটের ২০০৮ সালে মূল্য ছিল আনুমানিক ৩৪৪ টাকা প্রায়।

মুদ্রাস্ফীতির তথ্য বাংলাদেশ সরকারের পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যাংক এবং বিশ্বব্যাংকের ওয়েবসাইট থেকে নেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *